Saturday, November 23, 2024
জাতীয়

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আজ যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ২ জন। তাদের মধ্যে দুই জন ষাটোর্ধ্ব ও ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে ও মোট ১৬৮ জনের প্রাণহানি হলো।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *