Saturday, November 23, 2024
বাংলাদেশ

টিসিবির পণ্য সাশ্রয়ীমূল্যে বিক্রি অব্যাহত

পবিত্র রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫০৯টি ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।

প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর বিক্রয় করা হচ্ছে।

গত পহেলা এপ্রিল থেকে দেশব্যাপী টিসিবি উল্লিখিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চিনি প্রতি কেজি ৫০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রয় করছে।

গত বুধবার (২৯ এপ্রিল) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৭৩০ দশমিক ০২ মেট্রিক টন সয়াবিন তেল, ৫২৩ মেট্রিক টন চিনি, ১০১ দশমিক ৮ মেট্রিক টন মসুর ডাল, ৩৮১ দশমিক ৭৫ মেট্রিক টন ছোলা এবং ৩৫ দশমিক ৬৩ মেট্রিক টন খেজুরসহ মোট ১ হাজার ৭৭২ দশমিক ২ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রায় ২ লাখ ৩ হাজার ৬০০ জন ক্রেতার কাছে বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *