করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৪ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫ টি । যা, গতকালের চেয়ে তিনটি কম।
তিনি বলেন, নমুনা পরীক্ষায় ৫৬৪ জন শনাক্ত হলেন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।
করোনায় মৃতদের বয়স ভিত্তিক হিসেবে তিনি বলেন, ‘যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী। বয়সের দিক থেকে ২জন ষাটোর্ধ্ব, বাকিরা ৫০ এর নিচে।
বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।