বলিউডে একদিনের ব্যবধানে দুই নক্ষত্রের বিদায়
একদিনের ব্যবধানে বলিউডে আরেক ধাক্কা। বরেণ্য অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এর মধ্যে বুধবার সকালে মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা ইরফান খান। ২০১৮ সাল থেকে তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে ভুগছিলেন। এক বছর লন্ডনে চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। যোগ দিয়েছিলেন ছবির শুটিংয়েও।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সকাল ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ভাই রণধীর কাপুর।
শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে টানা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর গত বছর দেশে ফিরেছিলেন এই প্রবীণ অভিনেতা। কিন্তু এরপর মাঝে-মধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়তে হয় তার। বৃহস্পতিবার তেমনই হয়েছিল বলে জানা গেছে স্থানীয় সংবাদমাধ্যম থেকে।
কিন্তু সম্প্রতি ইরফানের কোলনে ফের সংক্রমণ শুরু হয়। কয়েকদিন আগেই তিনি মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু এ যাত্রায় আর বেঁচে ফিরলেন না। ভারতজুড়ে লকডাউন চলায় বুধবার বেলা তিনটায় ইরফান খানকে মুম্বাইয়েই সমাহিত করা হয়। দাফন করা হয় ভারসোভা কবরস্থানে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শুধু তার পরিবারের সদস্য আর কাছের কয়েকজন বন্ধু।
১১ মাস ১১ দিন চিকিৎসা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে তিনি দেশে ফেরেন। তারপর থেকে সুস্থই ছিলেন। কিন্তু সেই সুস্থতা দীর্ঘস্থায়ী হলো না। চলে গেলেন না ফেরার দেশে। একদিনের ব্যবধানে দুই নক্ষত্র হারিয়ে শোকে স্তব্ধ বলিউড। ইরফান-ঋষির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক জানিয়েছেন বহু তারকা। বাদ যাননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।