প্রধানমন্ত্রীকে মোদির ফোন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারতের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার বিকালে (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করলে তারা এ অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন।
পরিস্থিতি মোকাবিলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত ও উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোভিড-১৯ মোকাবেলায় গেল মাসের ভিডিও কনফারেন্সে নেয়া উদ্যোগগুলোকে সামনে এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হন দুই নেতা।
কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদি।