সোহাগের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
বুধবার (২৯ এপ্রিল ) সকালে ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের দরিদ্র কৃষক নুরুল হকের জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদদের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইগাতি উপজেলা ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন।
এতে কৃষক নুরুল হক খুশি হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদদের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগের ও ঝিনাইগাতি উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। ছাত্রলীগের হাত, যে হাত কলম হাতে শিক্ষার আলো ছড়ায়, যে হাত দেশের প্রয়োজনে অস্ত্র তুলে নেয়, আবার সে হাতই কাস্তে হাতে নিয়ে কৃষকের মুখে হাসি ফোটায়।
তিনি আরোও বলেন, নুরুল হক শারীরিক অসুস্থতায় ধান কাটতে পারছিলেন না। একথা জানতে পেরে আমরা ছাত্রলীগের কর্মীরা ধান কেটে দিলাম তার অর্ধ একর জমির। যে কোন প্রয়োজনে স্ব-স্ব উদ্যোগে অসহায় কৃষকের পাশে দাঁড়াবো তাদের সহযোগিতা করবো।
ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ছাত্রলীগের কর্মীরা।