ধান কেনায় অনিয়ম সহ্য হবে না: কৃষিমন্ত্রী
বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের পরিদর্শনে এসে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, এবার কৃষকদের থেকে ধান কেনায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। লটারির মাধ্যেম প্রকৃত কৃষক বাছাই করে অ্যাপসের মাধ্যমে ধান কেনার কাজ সম্পন্ন করা হবে।
এ সময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন।
এর আগে দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধান কাটা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানন, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর মিসবাহ এমপি, শামীমা শাহরিয়ার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, ব্যারিস্টার এনামুল কবির ইমন ও পৌর মেয়র নাদের বখত।