ক্ষতিপূরণ চাইব চীনের কাছে: ট্রাম্প
করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে রুখতে চীন কী ব্যবস্থা নিয়েছিল তা জানতে মার্কিন প্রশাসন ‘কড়া তদন্ত’ শুরু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, করোনার জেরে তার দেশ যে ক্ষতির মুখে পড়েছে, তার জন্য চীনের থেকে ক্ষতিপূরণ চাইবে তার দেশ।
বেশ কিছুদিন ধরে এই মহামারির কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা মহামারিতে ডোনাল্ড ট্রাম্প সরকারের শুরুতে অবহেলাকে দায়ী করছেন অনেকে। তবে সেসবে কর্ণপাত না করে চীনকে দোষ দিয়ে চলেছেন ট্রাম্প। এবার জানালেন চীনের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি।
করোনায় জার্মানির যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্য চীনের থেকে ১৬ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়ার কথা বলা হয়েছে সেদেশের এক সংবাদপত্রে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘জার্মানি যে টাকা চেয়েছে তার থেকে অনেক বেশি টাকার কথা ভাবছি। টাকার পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। তবে অবশ্যই মোটা অঙ্ক।’
এদিকে খারাপ মানের ও জাল টেস্টিং কিট পাঠিয়ে চীনের বিরুদ্ধে এই মহামারি থেকেও ফায়দা তোলার অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা।