Saturday, November 23, 2024
জাতীয়

করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ডিএমপির এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বুধবার সকালে আইইডিসিআর থেকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম জসিম উদ্দিন। তিনি পুরান ঢাকার ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লায়।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজিত কুমার। তিনি বলেন, ‘পুলিশের এই সদস্য ২৪ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। এরপর জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার রাতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

অপরদিকে পুলিশে দুই শতাধিক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *