Saturday, November 23, 2024
জাতীয়বাংলাদেশ

দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি জয়

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় কে সাথে নিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইদুল ইসলাম সাভারের বিভিন্ন জায়গায় ত্রাণ হিসেবে সবজি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) এই দুই সভাপতি তাদের টিম নিয়ে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন।

করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে জনগণের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করে চলেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। করোনাভাইরাসের শুরু থেকেই তিনি প্রায় প্রতিদিন নানাভাবে জনগণের পাশে থাকছেন।

কৃষকদের ফসল ঘরে তুলে দেয়া থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত করে দিয়েছেন। বিনামূল্যে বিতরণ করেছেন খাদ্যদ্রব্য এবং মাস্ক।


এসময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যেকোন দুর্যোগে সবসময় বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে। করোনাভাইরাসের এই সময়ে একজন মানুষও যাতে খাওয়ার কষ্ট না পায় তার জন্য সাধ্যমতো কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সারা বাংলাদেশে ত্রাণ বিতরণ করছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন,” সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল এলাকা হওয়ায় এখানে নিম্ন আয়ের অনেক লোকজন বসবাস করেন। লকডাউনে তাদের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রলীগে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এসময় তিনি সমাজের বিত্তবানদেরও নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *