Saturday, November 23, 2024
জাতীয়

দিশেহারা এক মায়ের পাশে ছাত্রলীগের সাদ বিন কাদের

এই লকডাউনে মধ্যবিত্ত অনেক পরিবারের চরম দুরবস্থার কথা আমরা খুব কমই জানি। কারণ, মধ্যবিত্তরা না পারেন ত্রাণ চাইতে, না পারেন কারো কাছে কিছু সাহায্য চাইতে। ঘরে খাবার নাই কিন্তু তবুও কিছু চাইতে সংকোচ বোধ হয়। কারো হয়তো বাসায় কোন খাবার নেই আবার কারো হয়তো বাচ্চার জন্য দুধ কেনারও টাকা নেই।

এমনই এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাদ বিন কাদের চৌধুরী জানান, পরিচিত এক মায়ের ফোন পেয়েছিলাম আজ। ছোটখাটো একটি ব্যবসায়ী তিনি। ফোন দিয়ে বললেন, তার বাচ্চার দুধ কেনার টাকা পর্যন্ত শেষ হয়ে গেছে।

খাবার পাঠানোর জন্য বাসার ঠিকানা চাইলে বললেন, ’আমাকে অনেক রাজনৈতিক কর্মীরাই চিনেন। পরিচিত মানুষের কাছ থেকে সাহায্য নিতে আমি লজ্জা পাবো। কোন রাজনৈতিক কর্মীকে না পাঠানোর অনুরোধ জানান তিনি।

তিনি জানান, ওই নারীর কথামতো তার অপরিচিত কাউকে পাঠানোর সিদ্ধান্ত নেই। কিন্তু ওই নারীর বাসা যশোর শহরে। যশোর শহর লকডাউন থাকায় বাইরে থেকে কেউ শহরে ঢুকতে পারে না। পরে বিষয়টি সদ্য পুলিশে জয়েন করা নাজমুন নাহার স্বপ্নাকে জানান তিনি। সঙ্গে সঙ্গে স্বপ্না ওই পরিবারের জন্য খাবার এবং বাচ্চাটির জন্য দুধ পৌঁছে দেয়ার দায়িত্ব নেন। আধা ঘণ্টার মধ্য ওই মায়ের কাছে পৌঁছে যায় খাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *