Saturday, November 23, 2024
বিনোদন

এফডিসিতে ইফতার দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ

করোনাভাইরাসের কারণে এফডিসিতে বন্ধ আছে সবধরনের শুটিং। প্রশাসনিক কার্যক্রমও আপাতত বন্ধ আছে। তবে প্রতিষ্ঠানটির নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন ঠিকই তাদের কাজ করে যাচ্ছে। সেই সাথে এফডিসি চত্ত্বরের মসজিদের ইমাম, মোয়াজ্জিনরাও তাদের দায়িত্ব পালন করছেন নিয়মিত। রমজান মাসে এই মানুষগুলোর জন্য ইফতারসামগ্রী পাঠাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দেশের জাতীয় দৈনিক প্রথম আলো’কে বলেন, ‘করোনার কারণে সবকিছুই বন্ধ। এরপরও প্রাণের জায়গা এফডিসির কোনো কার্যক্রম না চললেও কিছু মানুষ ঠিকই তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার মনে হলো কীভাবে তাঁদের পাশে থাকা যায়। তাই ভাবলাম, পুরো মাসের ইফতারের দায়িত্ব নিয়ে যদি পাশে থাকতে পারি, ভালো লাগবে।’

নিপুণ বলেন, এফডিসিতে পুলিশ, আনসার ও নিরাপত্তার দায়িত্বে ১০ জন আর মসজিদে ২ জন ইমাম। সব মিলিয়ে ১২ জনের ইফতারের আয়োজন করতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছেন।

নিপুণ বলেন, ‘বহু বছর ধরে ‌প্রতি রোজায় আমাদের বাসা থেকে ২০ জন মানুষের ইফতারের আয়োজন করে থাকি। এবার যেহেতু সবাই ঘরবন্দী, ভাবলাম আর কী করা যায়। আব্বুর সঙ্গে আলাপ করে ২০ জনের পাশাপাশি এফডিসিতে যাঁরা এই সময়টায় থাকবেন, তাঁদের ব্যাপারটাও চূড়ান্ত করি। এটা পরম শান্তির ব্যাপার। কারণ যে এফডিসি ও চলচ্চিত্র আমাকে নিপুণ হিসেবে তৈরি করেছে, সেখানকার মানুষের এভাবে পাশে থাকতে পারাটা ভীষণ সৌভাগ্যের।’

নিপুনের সেবামূলক এমন উদ্যোগ নতুন কিছু নয়, এর আগেও চলচ্চিত্রের মেকআপম্যানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এছাড়া গত সপ্তাহে চলচ্চিত্রের স্টিল ক্যামেরাম্যানদের আর্থিক সহায়তাও দেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সস্পাদক জায়েদ খানের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন সংঠনের নামের তালিকা নিয়ে গেছেন, যাঁদের তিনি দীর্ঘমেয়াদি সহায়তা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *