করোনাকালের গ্রামীণ খাদ্যভাণ্ডার
বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ডালিমের উদ্যোগে একদল তরুণ করোনা দুর্যোগে অসহায় , দুস্থ ও কর্মহীন মানুষের খাদ্য সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ‘গ্রামীণ খাদ্যভান্ডার’ নামক কার্যক্রম শুরু করেছে। সোমবার প্রথম দিনে গ্রামের ৬০ টি অতি দরিদ্র অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
খাদ্য সহায়তার মধ্যে যারা ১০ টাকা কেজি চাল এবং ভিজিডির প্রতি মাসের ৩০ কেজি চাল পায় সেসব পরিবারকে শুধু ডাল, তেল , লবণ , পেঁয়াজ , সাবান, সবজি দেওয়া হয়। আর যারা কোন সহায়তায় পাইনা সেসব পরিবারকে ২০ কেজি চাল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রামীণ খাদ্যভান্ডার উদ্বোধন ও খাদ্য বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
এছাড়া শেখেরকোলা ইউনিয়নের মহিষবাতান, তেলিহারা, দক্ষিণভাগ, ভান্ডার পাইকা, কাজিনেরইল পাড়ায় হোম করেনটাইনে থাকা বেশ কয়েকটি পরিবারের মাঝে এক মাসের পরিমাণের খাদ্য বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ‘গ্রামীণ খাদ্যভান্ডার’ কার্যক্রমকে রোল মডেল হিসেবে নিয়ে প্রতিটি গ্রামে খাদ্য ভান্ডার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এই কর্মের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি এলাকাতে সঠিকভাবে প্রকৃত অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
এই মহতী উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষকতা করেছেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম।
গ্রামের যারা বিত্তবান রয়েছে যাদের শস্য সহ কৃষি দ্রব্যাদি উদ্বৃত্ত রয়েছে তারাই খাদ্য ভাণ্ডারে তাদের উদ্বৃত্ত কিংবা তাদের সাধ্যমত কৃষি পণ্য গুলো এই গুদামে সহায়তা হিসেবে প্রদান করেছেন, এভাবেই গ্রামীণ খাদ্যভাণ্ডারে খাদ্য সামগ্রী মজুদ হচ্ছে। গ্রামের তরুণরা তথ্য জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করছে। স্থানীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা কারা পায়, তাদের পেশা কী, কাদের আয় বন্ধ, মহিলাদের অবস্থা কি? কিশোর কিশোরীর তথা পরিবারের সার্বিক অবস্থার উপর ভিত্তি করে পরিবারগুলোকে দুটি স্তরে ভাগ করা হয়েছে এ জরিপ এর উপর ভিত্তি করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ধনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপু, আজম নবী রাসেল সহ ইউনিয়ন ও গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সত্যিই অসাধারণ উদ্যোগ। সাধুবাদ জানাই।