ইফতার নিয়ে রোজাদারদের পাশে তিলোত্তমা
রমজানে রোজাদার পথচারীদের জন্য নিজ হাতে বানানো ইফতার বিতরণ করেছেন বরিশাল নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা তিলোত্তমা শিকদার।
বরিশালের মানুষের কাছে নামটি খুব একটা পরিচিত নয়। তিলোত্তমা শিকদার কাটপট্টি এলাকার বাসিন্দা ও সমাজসেবক হিরেন সিকদারের মেয়ে। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীদের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এবারের রমজানে রোজাদার পথচারীদের জন্য অন্যরকম ইফতারের উদ্যোগ নিয়ে বরিশালেও আলোচনায় এসেছেন তিলোত্তমা শিকদার। শনিবার প্রথম রোজা থেকেই নিজ হাতে ইফতার বানিয়ে পথচারীদের মাঝে বিতরণ করছেন তিনি।
সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, একটি ভ্যানে ইফতার নিয়ে শহরে ঘুরে ঘুরে পথচারী ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ হাতে তৈরি ইফতার বিতরণ করছেন তিলোত্তমা শিকদার। তার এমন মানবিক উদ্যোগ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বরিশালের মানুষ।