Saturday, November 23, 2024
আন্তর্জাতিক

আশার আলো দেখছে ইতালি

আশার আলো দেখছে ইতালির ছয় কোটি মানুষ। রবিবার মৃত্যুবরণ করেছে ২৬০ জন, যা ৪৩ দিন পরে সর্বনিম্ন। গত ১৪ মার্চ এ সংখ্যা ছিল ১৭৫ জন। শনিবারের চেয়ে আজ ১৫৫ জন কম। শনিবার এ সংখ্যা ছিল ৪১৫ জন। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ৫৬ জন, যা গতকালের চেয়ে ১০৭ জন কম। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে। এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৮৮৯ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ হাজার ৯৪৭ জন।

নতুন আক্রান্ত ২ হাজার ৩২৪ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৯ জন, যা গতকালের চেয়ে ৯৩ জন কম। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক লক্ষ ৬ হাজার ১০৩ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

রবিবার স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ৪ মে প্রস্তুতকারক থেকে শুরু করে নির্মাণ শিল্পের একটা বড় অংশ ফের চালু করার বিষয়ে আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *