পীরগঞ্জে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ
রংপুরের পীরগঞ্জে করোনা পরিস্থিতিতে রংপুর সেনাবাহিনী কর্তৃক কর্মহীন শ্রমিকসহ অসহায় দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নে রবিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চলে এ কার্যক্রম।
রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিশনের ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ানের ক্যাপ্টেন ইরফান জানান, করোনা পরিস্থিতিতে বিভিন্ন পেশার শ্রমিক ও দিনমজুর কর্মহীন হয়ে পরেছে। সেই সঙ্গে নিম্ন আয়ের মানুষসহ অনেক দুস্থ পরিবার খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। আমরা সেইসব প্রকৃত কর্মহীন ও অসহায়দের মাঝেই আমাদের প্রাপ্ত রেশন থেকে এই উপহার সামগ্রী বিতরণ করছি।
তিনি বলেন, এর পাশাপাশি আমাদের এই টিম সরকারের নির্দেশনা বাস্তবায়নে একটি সাপোর্ট টিম হিসেবে রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় কাজ করছে। আমরা সাপোর্ট টিম হিসেবে জনসাধারণের মাঝে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যবিধি মেনে চলা, লকডাউন নির্দেশনার সঠিক বাস্তবায়নসহ সচেনতামূলক দিক নির্দেশনা দিচ্ছি।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, বিস্কুট ও শুকনা খাবার।
এ সময় ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল চৌধুরী, সাংবাদিক অমিতাব বর্মণ, মোস্তফা মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্রঃ ঢাকাটাইমস