“করোনা প্রতিরোধে শেখ হাসিনার পদক্ষেপ প্রশংসনীয়”
যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসে প্রকাশিত এক নিবন্ধে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় গৃহীত পদক্ষেপের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে।
কানাডিয়ান লেখক অভিভাহ ভিটেনবার্গ-কক্স এই নিবন্ধে নারী নেতৃত্বাধীন আটটি দেশের করোনা ভাইরাস মোকাবেলায় গৃহীত পদক্ষেপের ওপর আলোকপাত করেছেন। এর আগে এক নিবন্ধে জার্মানি, নিউ জিল্যান্ডসহ নারী নেতৃত্বাধীন সাতটি দেশের এই সংকট উত্তরণে গৃহীত পদক্ষেপ নিয়ে লিখেছিলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে নিবন্ধে লেখা হয়েছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন ১৬ কোটি ১০ লাখের মতো মানুষের দেশ বাংলাদেশ সমস্যা-সংকটের সঙ্গে অপরিচিত নয়। তিনি এই সংকট মোকাবেলায় দ্রুত সাড়া দিয়েছেন, যাকে প্রশংসনীয় বলেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।
ফোর্বসের নিবন্ধে বলা হয়েছে, কারোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির শুরুতেই চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করেন। মার্চের শুরুর দিকে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন। এছাড়া তিনি কম গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক কাজ অনলাইনে করার ওপর জোর দেন।
আভিভা উইটেনবার্গ-কক্স নিবন্ধে বিভিন্ন দেশ থেকে নাগরিকদের ফিরিয়ে আনার পর কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের তুলনা দেখিয়েছেন।