কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগ
রবিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বড় আমতলা গ্রামের ৩ কৃষকের ধান কেটে তা বাড়ি পৌঁছে দেয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় ওই এলাকার ৩ কৃষকের প্রায় ৮ একর জমির ধান কেটে তা বাড়ি পৌছে দেন।
স্থানীয় কৃষক মোস্তফা শেখ জানান, জমির ধান পেকে গেছে। তা ছাড়া জমিতে পানিও উঠেছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটের কারনে জমির ধান কেটে বাড়িতে নিতে পাড়ছিলাম না। ছাত্রলীগের এমন উদ্যোগে আমার ধান কেটে বাড়ি পৌঁছে যাওয়ায় দু:শ্চিন্তা মুক্ত হলাম।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অনিরুজ্জামান অনিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের কারণে মানুষ ঘরে থাকায় কৃষক তাই ধান কাটার শ্রমিক পাচ্ছে না। পিরোজপুর জেলা সহ নাজিরপুর এলাকার অনেক কৃষক পাকা ধান নিয়ে বিপাকে পরেছে। তাই কেন্দ্রীয় ছাত্রলীগ ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নির্দেশে আমরা জেলা জেলা ব্যাপী এ কর্মসূচী চালাচ্ছি। যে সব কৃষক আর্থিক সমস্যার কারনে তাদের ধান কেটে বাড়িতে নিতে পারবেন না তারা আমাদের ফোনে জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে দিবো।