Saturday, November 23, 2024
খেলাধুলা

ফিফার সদস্য দেশকে বড় অঙ্কের অনুদান দেওয়ার সিদ্ধান্ত

করোনাভাইরাসের কারণে সদস্য দেশগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা। বর্তমানে ফিফার সদস্য ২১১টি দেশ। এই দেশগুলোকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকা) দিবে ফিফা। ফুটবলে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অর্থাৎ, প্রত্যেকটি দেশ অন্তত ৫ লাখ ইউএস ডলার করে পাবে।

অনুদানের ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘বিশ্বের সকল দেশই এখন ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। পুরো ফুটবলের জন্য এটি বড় চ্যালেঞ্জ। ফিফার দায়িত্ব এই ভয়ানক অবস্থায় সবার পাশে দাঁড়ানো। বিশ্বের যেসব দেশ বেশি আর্থিক সমস্যায় পড়েছে এই অনুদান কার্যক্রম তাদের দিয়েই শুরু হবে।’

করোনাভাইরাসের কারণে অফিস কার্যক্রম বন্ধ থাকায় গত বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ফিফা। তবে ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফিফার তহবিলে আছে ২৭৪ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *