Saturday, November 23, 2024
জাতীয়

মহামারি করোনাভাইরাসে প্রাণহানি ছাড়াল ২ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মৃতদের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের নাগরিক।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে দুই লাখ এক হাজার ৬৬৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯৩ হাজার ৯৩ জন।

গত জানুয়ারির শুরুতে চীনের উহানে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত নয় লাখ ২৯ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৮৪৩ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ৫০৪ জন।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৫১ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২ জন। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৭৫৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *