দেশে ফিরেছ্নে ভারতে আটকে পড়া ৩২৮ জন বাংলাদেশি
শুক্রবার (২৪ এপ্রিল) দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরেছ্নে ভারতে আটকে পড়া আরও ৩২৮ জন বাংলাদেশি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন তাদের দেশে ফেরাতে উদ্যোগ নেয়।
জানা গেছে, দিল্লি থেকে ১৬৩ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এবং চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ১৬৬ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগ চিকিৎসাধীন রোগী। তবে বেশকিছু ছাত্র-ছাত্রী রয়েছেন। দিল্লি থেকে ঢাকায় যাত্রার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করেন।
এদিকে বাংলাদেশ হাই কমিশন চেন্নাই থেকে ১৬৬ জনের দেশে ফেরার কথা বললেও ইউএস বাংলা এয়ারলাইন্সের বলছে, তাদের ফ্লাইটে ১৬৯ জন আটকে পড়া বাংলাদেশি ঢাকায় ফিরে এসেছেন।
ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ‘চেন্নাই থেকে চতুর্থ ধাপে পাঁচ জন শিশুসহ মোট ১৬৯ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো। শুক্রবার দুপুর ২টা ৫৬ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।’