“ইফতার নিয়ে সামাজিক অনুষ্ঠান না করার অনুরোধ”
পবিত্র রমজানের সময়ে এশা এবং তারাবিহ নামাজের বিষয়ে দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে ইফতার নিয়ে কোনও সামাজিক অনুষ্ঠান না করার জন্য অনুরোধ করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ অনুরোধ জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘রমজানের সময়ে সংযমের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বিধি মেনে না চললে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
তিনি বলেন, তবে কোয়ারেন্টিনে থাকা মানেই অসুস্থ নন, তারা আসলে সুস্থ জানিয়ে তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও নিরাপদে রাখার জন্য এই কোয়ারেন্টিন।’