Saturday, November 23, 2024
বাংলাদেশ

অসহায় গরীব কৃষকের পাশে বিমানবন্দর থানা ছাত্রলীগ

কৃষকের ফলানো সোনালি ধান নিয়ে বিপাকে পড়া কৃষকদের চোখে মুখে হাসি ফোঁটাতে ধানি জমিতে নেমেছে বিমানবন্দর থানা ছাত্রলীগ। মাঠজুড়ে ধান পেকে থাকলেও শ্রমিক সংকটের কারণে সেই ধান কেটে ঘরে তুলতে পারছিল না কৃষক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় গরীব কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে।

বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শরীফ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি ইব্রাহিম হোসেন ভাইয়ের নির্দেশক্রমে বিমানবন্দর থানা ছাত্রলীগ অসহায় গরীব কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

মেহেদী হাসান শরীফ বলেন, বর্তমান সময়ের করোনা দুর্যোগ মোকাবেলায় দেশ ও দশের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে দেশের সেবা করতে চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ও দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অটুট রেখে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা আরো একধাপ এগিয়ে যেতে চায়।

মেহেদী হাসান শরীফ আরো বলেন, বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণে সর্বপ্রথম জনগণের পাশে দাঁড়াই এবং বিনামূল্যে বিতরণ করে পরবর্তীতে অসহায় দুস্থ মানুষের পাশে খাবার কার্যক্রম বিতরণ কার্যক্রম প্রতিদিনই অব্যাহত আছে আরও নানান ধরনের সামাজিক কাজ করে যাচ্ছি।
ধান কাটায় উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা ছাত্রলীগের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *