‘যে কোনো পরিস্থিতে আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করব’
আমাদের চালের ৮০ ভাগ যোগান আসে বোরোধান থেকে। কোনো ধরণের দুর্যোগ ছাড়া কৃষক হাসি মুখে ধান ঘরে তুলতে পারছে। এটা একটা আশার কথা। যে যেখান থেকে পারছে এই ধান ঘরে তুলার জন্য সাহায্য করছে। সবাই বুঝে গেছে ধান থাকলে একটা মানুষও ভাতের কষ্ট পাবে না। এই ধান থেকে চাল হবে আর সেই চালই পাওয়া যাবে বাজারে।
ধান কাটার মধ্যে একটা আনন্দ আছে। আমিও আজকে ধান কাটার যোগাল দিয়েছি আমার একটুও কষ্ট হয়নি উল্টো অনেক আনন্দ পেয়েছি। তাছাড়া অনেক মানুষ এক সঙ্গে ধান কাটায় সময়ও বেশি লাগেনি।
আমি একটা বিষয় এখানে বলে রাখতে চাই। ধান কাটা হচ্ছে বেশ ভালো, এখন কথা হল পতিত জমিনে নতুন কিছু করতে হলেও কৃষকের সাহায্য লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন এক ইঞ্চিও আবাদি জমি যাতে পড়ে না থাকে। তাই আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে নতুন ফসল ফলানোর ক্ষেত্রে কীভাবে কৃষককে সাহায্য করা যায়। প্রয়োজনে মাটি কুপিয়ে জমিকে নতুন ফসলের জন্য প্রস্তুত করতে হবে। তবে হাওর অঞ্চলে পানি আসবে সেই পানিতে মাছ হবে এটা খুশির সংবাদ। যে কোনো পরিস্থিতে আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করব। জয় আমাদের হবেই।