Saturday, November 23, 2024
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে চান না ম্যাককলাম

করোনাভাইরাস মহামারী আকার নেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক পরের বছর। সেই জায়গায় আয়োজিত হোক আইপিএল। এমনই প্রস্তাব দিলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম। সংশয় তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। একটি বেসরকারি চ্যানেলে সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে ম্যাককলাম নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, অক্টোবর মাসে আইপিএল হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক আগামী বছরে।’

ম্যাককলাম আরো বলেছেন, ‘আমি মনে করি না ফাঁকা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। কিন্তু করোনাভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণে পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছেছে, তাতে ১৬ দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ, এবং তার সঙ্গে ধারাভাষ্যকারদের অস্ট্রেলিয়ায় যাওয়া খুব সহজ হবে না।’

সেখানেই না থেমে তিনি আরও যোগ করেছেন, ‘আমি মনে করি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হোক। বরং এ বছরের অক্টোবর-নভেম্বরে আয়োজিত হোক আইপিএল। কিছু বিদেশি ক্রিকেটারকে ভারতে যেতে হবে। সেটা বাদ দিলে ধারাভাষ্যকাররা তো ভারতেই থাকেন। ফলে আইপিএল শুরু করা কঠিন হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *