Saturday, November 23, 2024
বাংলাদেশ

ফেনীর অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারের পাশে ডাকসু সম্পাদক সাদ

করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী দেয়ার উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের পরিবার যাতে সংকট কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ।

সাদ বিন কাদের বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিকভাবে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন সম্পাদক হিসেবে নিজ জেলার বাসিন্দাদের প্রতি দায়বদ্ধতা থেকে আমার এই উদ্যোগ। যেহেতু আমি একজন শিক্ষার্থী তাই যারা সামর্থ্যবান তাদের সঙ্গে নিয়ে এই কাজটি করবো। রমজানের শুরু থেকে আমরা এই কার্যক্রম শুরু করবো।

তিনি বলেন, আমরা আসলে নির্দিষ্ট কয়েকটি পরিবারকে সাহায্য করবো বলে উদ্যোগ নেইনি। চেষ্টা করে যাব যাতে সব অস্বচ্ছল পরিবারের হাতে উপহার পৌঁছে দিতে পারি। কেউ যাতে অভুক্ত না থাকে।

অস্বচ্ছল শিক্ষার্থীদের প্রতি তার এই সহায়তাকে কেন ‘উপহার’ বলছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই পড়াশোনা করছি। বিপদের এই সময়ে একে-অপরের ভাই-বন্ধু হয়ে অন্য ভাইয়ের পাশে থাকতে চাই। তাই আমাদের একজন ভাই-বন্ধুর বাসায় এই সংকটে উপহার যাবে।

ফেনীর অস্বচ্ছল শিক্ষার্থীরা এ উপহার সামগ্রী গ্রহণের জন্য কল বা এসএমএস করতে পারেন এই নাম্বারে

সাদ বিন কাদের চৌধুরী- ০১৬২৩০০০১০০, নাজমুল হাসান মুন্না ০১৫২১১০৪৩৩৭, শরিফুল ইসলাম ০১৫১৫৬০৬৪৮৮, আহসান জোবায়ের ০১৬১২৯০৪৪৫৩, কামরুল হাসান ০১৮১১৪২৬৯৮৮, আলতাফ শামস ০১৫৩৪৯১০২০৮।

এসব মাধ্যমে সমস্যার কথা জানালে পরিচয় গোপন রেখে উপহার পৌঁছে দেবেন বলে জানিয়েছেন সাদ বিন কাদের চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *