করোনা দুর্যোগে অসহায়দের পাশে হ্যান্ড ফর হিউম্যানিটি ফাউন্ডেশন
বিশ্বজুড়ে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মহামারি এই ভাইরাস ইতোমধ্যে কেড়ে নিয়েছে লক্ষাধিক প্রাণ। বাংলাদেশেও ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে এই করোনাভাইরাস। এমন অবস্থায় দেশের সিংহভাগ মানুষ কর্মহীন দিন কাটাচ্ছে। যার ফলে মানুষ পড়েছে খাদ্য সংকটে। অসহায় কর্মহীন নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে হ্যান্ড ফর হিউম্যানিটি ফাউন্ডেশন। এই সংগঠনের কয়েকজন তরুণ নিজেদের উদ্যোগে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছেন কয়েকশ পরিবারকে।
ফাউন্ডেশনটি গড়ে তোলেন ব্যারিস্টার হাসনাত জামিল, আর দেশের এই দুর্যোগময় সময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন।
হাসনাত জামিল জানান, তার সঙ্গে এই সহায়তা কার্যে রয়েছেন আবদুল্লাহ আল মামুন, আরাফাত আদনান, রেজবান হোসেন ও মাওলা-সহ আরও কয়েকজন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টাঙ্গাইলের বাসাখানপুর, বেতকা, সুরুজ, কলেজপাড়া ও মুসলিমপাড়া এলাকাগুলোতে ত্রাণ সহায়তা শুরু করেছেন তারা। এরইমধ্যে ৫০০ পরিবারে তারা খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন, শেখ হাসিনা মেডিকেল কলেজে অবস্থানকৃত রুগীদের এক বেলা খাবার সরবরাহ করেছে । প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিয়েছেন। নিজেদের সাধ্য অনুযায়ী এই সহযোগিতা চালিয়ে যাবেন, পাশাপাশি সমাজের অবস্থা সম্পূর্ণদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন ব্যারিস্টার হাসনাত জামিল ।