ছাত্রলীগের গৌরবময় ইতিহাস ওনারা ভুলে যান
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ঠিকই বলেছিল- ছাত্রলীগ এতিমদের সংগঠন। আর তাই এর জ্ঞানদাতা অভিভাবকের অভাব নাই। দলের নেতারাও গালি দেন আর সুশীলরাতো এক পায়ে দাঁড়িয়ে লেখালেখি শুরু করেন ‘সবার আগে ছাত্রলীগ সামলান’- এইরকম টাইপ।
ছাত্রলীগ অপ্রতিরোধ্য হয়ে কী করেছে জানতে চাইলে সুদূর অতীতের বিচ্ছিন্ন কিছু নেতিবাচক বিষয় উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসেন। এই সব মনে থাকলেও ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের কথা ওনাদের মনে থাকে না। চোখের মধ্যে হুলি পড়া থাকে। ছাত্রলীগের ভালো কিছু চোখে পড়ে না, সব ভুলে যায়। আরও ভুলে যায় বিএনপি, জামায়াত-শিবিরের অল্প কিছুদিন আগের কথাও।
শিবির জন্মের পর থেকে অধিকাংশ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে তারা যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে- এই নিয়ে ওনারা কেউ লিখে না। ছাত্রদল বিএনপি যখন জঙ্গিবাদের জন্ম দেয়, পেট্রলবোমা মেরে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে তখন তারা বিএনপিকে সামলানোর কথা বলেন না।
লেখক: আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব