বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি: বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ র্যালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ র্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে আনন্দ র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।
বিশ্ব দরবারে বাঙালির আরো একটি অনন্য অর্জন, জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় র্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
র্যালির নেতৃত্ব দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন শুভ এবং সাধারন সম্পাদক সালেহ মোঃ হাসান আতিক।
এদিকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায়। এই উপলক্ষে আনন্দ র্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব এর নেতৃত্বে র্যালিটি জয়বাংলার মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘জয়বাংলা ভাস্কর্যের’ সামনে এসে শেষ হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঘোষণা ছিল বাঙালি স্বাধীনতার সূচনা। যে ভাষণে বাঙ্গালি জনতা মুক্তি আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিল।
জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)শাখা ছাত্রলীগ আনন্দ র্যালি করেছে।
র্যালির নেতৃত্ব দেন মাভাবিপ্রবি ছাত্রলীগ শাখার সভাপতি সজীব তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।
অন্যদের মধ্যে র্যালি ছিলেন সহ-সভাপতি খোরশেদ জয়, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, সাংগঠনিক সম্পাদক নুর-নবী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান মিশু সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।