Saturday, November 23, 2024
রাজনীতিশিক্ষা

“মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ” এর যাত্রা শুরু

আগামী এক (০১) বছরের জন্য “মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ” কমিটি গঠন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু বিনোদন, নির্মল সাংস্কৃতিক চর্চার প্রসার ও মুক্তবুদ্ধির বিকাশের মধ্য দিয়ে জঙ্গিবাদমুক্ত, সাংস্কৃতিকবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় “মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ” নামে একটি সৃজনশীল সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ আশিককে সভাপতি ও আরেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে সাধারণ সম্পাদক করে ৮২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, আমিনুল ইসলাম, নুসরাত জাহান নুপুর, মনির হোসেন, আল  আমিন, মশিউর রহমান শরীফ, জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান জনি, রাজিব আহমেদ রাসেল, অর্ণা জামান।

সহ-সভাপতি রাজিব বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাথে সহায়ক হিসেবে কাজ করবে “মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ”।  শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু বিনোদন, সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার ও মুক্তবুদ্ধি বিকাশের মধ্য দিয়ে জঙ্গিবাদমুক্ত, সংস্কৃতিবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ই হবে এই সংগঠনের কাজ।

যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম, সাবিনা আক্তার শিউলি, চৈতালী হালদার চৈতী, শহিদুল ইসলাম শাহেদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম বলেন, এই সংগঠনের মাধ্যমে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাংষ্কৃতিক চর্চার মাধ্যমে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা সহ সকল অপচ্ছায়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আগামীর বাংলাদেশকে একটি সুস্থ, শান্তি আর অসাম্প্রদায়িক দেশে পরিনত করতে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সহায়ক হিসেবে কাজ করবে।

সাংগঠনিক সম্পাদক সজীব বিশ্বাস, দারুস সালাম শাকিল। প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন, সাইফ বাবু ও খোন্দকার রবিউল ইসলাম রবি। দপ্তর সম্পাদকের দায়িত্বে দেলোয়ার হোসেন শাহজাদা ও এন এ চৌধুরী শাওন। আপ্যায়ন সম্পাদকে আছেন রাশিদ মো. রাশেদুল ইসলাম ও সাবরিনা। সাহিত্য সম্পাদক খালেদা হোসেন মুন ও উপ-সাহিত্য সম্পাদক তিলোত্তমা শিকদার।

অনুষ্ঠান সম্পাদক সাইফুল ইসলাম জনি ও উপ-অনুষ্ঠান সম্পাদক রাকিবুল হাসান নোবেল। নাট্য ও বিতর্কের দায়িত্বে আছেন রেজাউল কবির সুমন ও শেখ মারুফা আক্তার নাবিলাঅ সাংস্কৃতিক গবেষণার দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় ও সৈয়দ আরাফ। কুইজ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রানা হামিদ ও উপ-কুইজ সম্পাদক সোহানী হাসান তিথী। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক সাজু ও উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকসুস্ময় দে। অভ্যর্থনার দায়িত্ব পেয়েছেন রাকিব হোসেন ও ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী।

গণযোগাযোগ সম্পাদক পরিষদের দায়িত্ব পেয়েছেন, রুহুল আমিন, রফিকুল ইসলাম রনি, সালাউদ্দিন জসিম, পিয়াল হাসান, রেজা আকাশ, রফিকুল ইসলাম রবি, ইশরাত জাহান মুন ও মং সুং উং অর্জুন মার্মা।

তথ্য প্রযুক্তি সেলে আছেন শুভ্র জ্যোতি টীকাদার, আবু সাঈত কনক, আবু মুসা আব্দুল্লাজ সৌরভ, গোলাম সাকলাইন সৌরভ, তৌহিদুর রহমান হিমেল, গোলাম মোস্তফা।

কমিটির সদস্যরা হলেন- আকলিমা আক্তার এশা, নুসরাত জাহান দিশা, হাসনুর রহমান হাসু, প্রিতম পাল, ইউসুফ উদ্দিন খান, আসিফ তালুকদার, বেনজীর হোসেন নিশি, নিপো ইসলাম তন্বী, জিয়াসমিন শান্তা, বরিকুল ইসলাম বাঁধন, বি এম লিপি আক্তার, ফরিদা পারভিন, ইফফাত জাহান এষা, সার্জিয়া শারমিন শম্পা, নাসিম নয়ন, রওনক জাহান রাইন, শ্রাবণী ইসলাম, শ্রাবণী শায়লা, আমরিন তৃষা, তানজিনা শিমু, রুবাইয়া, জারিন দিয়া, অরিন তানবীন, নুশরাত শিমু, আশা শিকদার, ইশরাত জাহান তন্বী, রিকি আশা, জান্নাতুল ফেরদৌস তন্বী, আফরিন লাবনি ও মো. সাচ্চু মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *