সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ হত্যার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
মিয়াদ হত্যার ঘটনায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে শাহপরাণ থানায় মামলাটি করেন নিহতের বাবা আখলু মিয়া। মামলায় ১০ জনের নামসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদ ও তার ভাই ফখরুল ইসলাম। সোমবার নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলে খুন হন ওমর মিয়াদ।
এছাড়া ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে পদ প্রত্যাশীদের ‘জীবনবৃত্তান্ত’ জমা দেয়ার আহবান জানানো হয়।
সিলেট জেলা শাখায় বিভিন্ন সময়ে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনা তদন্তের জন্য পাঁচ (৫) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ২ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। গঠিত তদন্ত কমিটিতে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার দায়িত্বে থাকা সৃজন ঘোষ সজীব, সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত এবং উপ সাহিত্য বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ খান শাকুর।
কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত সুপারিশ করে কেন্দ্রীয় নির্বাহী সংসদে।