শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন ছাত্রলীগের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করেছে ছাত্রলীগ। সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে এরপর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বোর্পাজিত স্বাধীনতা চত্বরে কেক কেটে জন্মদিন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে জন্মদিন পালন করতে বিভিন্ন হল থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল করে স্বোর্পাজিত স্বাধীনতা চত্বরে জমায়েত হয়।
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।