যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চট্টগ্রাম পলিটেকনিকের মোঃ জয়নাল আবেদীন
প্রায় ১৪ বছর পর ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা ছাত্রলীগের কমিটি। এস এম বোরহানকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটির দুই নং যুগ্ম সাধারণ সম্পাদকের নাম মোঃ জয়নাল আবেদীন। একই নামে চট্টগ্রাম দক্ষিণ জেলায় রয়েছে একাধিক নেতা। এ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি।
খোজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন এই পদের প্রত্যাশায় ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক নেতা। সাউদার্ণ ইউনিভার্সিটির বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষের ছাত্র মোঃ জয়নাল আবেদীন। যার ডাক নাম জয়। গ্রামের বাড়ি জামায়াত-শিবির অধ্যূষিত সাতকানিয়াতে। মোঃ জয়নাল আবেদীন আজকের বিডিকে দাবি করে বলেছেন, ‘দুই নং যুগ্ম সাধারণ সম্পাদক আমি। এ নিয়ে বিভ্রান্তির কোন কারণ নেই।’
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সুমন আজকের বিডিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নং যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন সাতকানিয়ার মোঃ জয়নাল আবেদীন। যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশুনা করেছেন।
হাবিবুর রহমান সুমন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নিশ্চিত করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক নেতা মোঃ জয়নাল আবেদীন দুই নং যুগ্ম সাধারণ সম্পাদক। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।’
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রজ্ঞা, সংগঠনের জন্য ত্যাগ-তিতিক্ষা, সাংগঠনিক দক্ষতা বিবেচনায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক নেতা মোঃ জয়নাল আবেদীনকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নং যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেয়া হয়েছে।’