Saturday, November 23, 2024
শিক্ষা

শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষায় সহায়তা করবে ছাত্রলীগ: জাকির হোসাইন

রবিবার দুপুরে রাজধানীর সাইন্স ল্যাবে একটি মিলনায়তনে আয়োজিত একটি সভায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, রাজধানীর কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠ ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ছাত্রলীগের নেতা কর্মীরা কাজ করে যাবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা যেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যহত না হয় সেদিকেও সতর্ক থাকবে ছাত্রলীগ।

জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে অদম্য যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। সরকারের এসব উন্নয়ন ও সফলতার অন্যতম অংশীদার তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে হবে।

আইন শৃঙ্খলা সংক্রান্ত ওই সভা শেষে সিদ্ধান্ত হয় যে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করবে।

মিটিং থেকে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ওয়েস্টার্ন কলেজের অধ্যক্ষরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এরমধ্যে আছে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ফোন নিষিদ্ধকরণ, ফেসবুকের ক্ষতিকর প্রভাব নিয়ে নিয়মিত কাউন্সিলিং, কলেজগুলো শৃঙ্খলা কমিটিকে কার্যকর করা, শিক্ষক ও পুলিশের সহযোগিতায় টহল করা, কোন কলেজের শিক্ষার্থী যেন অন্য কলেজের শিক্ষার্থীদের ঝামেলা না হয় সেদিকে আগে থেকেই যোগাযোগ স্থাপন করা উল্লেখযোগ্য।

শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে বলে সভায় মত দেন রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ওয়েস্টার্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, ধানমন্ডি ও নিউমার্কেট থানার ওসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *