Saturday, November 23, 2024
জাতীয়

মধ্যম আয়ের দেশের কাতারে বাংলাদেশ : ভূমি মন্ত্রী

ঢাকাঃ কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানীদের অসামান্য অবদানের জন্য দেশ আজ মধ্যম আয়ের দেশের কাতারে, যাতে করে ভিশন ২০২১ এর পথে কয়েক ধাপ এগিয়ে। এমনই মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি অডিটোরিয়ামে সিনিয়র কৃষিবিদ সম্মিলন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেদেশে একসময় সাড়ে ৩ কোটি মানুষের খাবার জোগার কঠিন হয়ে যেতো, সেই দেশেই প্রায় সতের কোটি মানুষের খাবার জুটছে। কেউই এখন না খেয়ে থাকে না।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকেই এগিয়ে যাচ্ছেন।

২১ দফায় জমিদারী প্রথা উচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসে। জাল যার জলা তার ঘোষণা এবং কৃষিক্ষেত্রে যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন আসে তার ফলে।

কৃষিবিদ লিয়াকত আলী জুয়েল এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মির্জা এ জলিল, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সভাপতি এ.এম. সালেহ, মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স, কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন, কৃষিবিদ এ.এম. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন এর সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. তাসদিকুর রহমান সনেট, কৃষিবিদ আমিরুল ইসলাম, ড. শহীদুল ইসলাম, ড. ইব্রাহিম খলিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *