Sunday, November 24, 2024
বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য মসজিদ নির্মাণ করছে ছাত্রলীগ

নির্যাতনের মুখে মিয়ানমার ছেড়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নামাজের জন্য অস্থায়ী মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে ছাত্রলীগ। রোহিঙ্গা মুসলমানদের নামাজ আদায়ের জন্য কক্সবাজারের বালুখালী ও কুতুপাংল রোহিঙ্গা ক্যাম্পের মাঝে টিভি স্টেশন এলাকায় সোমবার অস্থায়ী ভিত্তিতে এই মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে প্রথম থেকেই বাংলাদেশ ছাত্রলীগ রোহিঙ্গা শরাণার্থীদের সেবায় নিয়োজিত আছে। আমরা ইতিমধ্যে মনিটরিং সেল খুলেছি, যেখানে রোহিঙ্গাদের মধ্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। আর যেহেতু রোহিঙ্গা শরণার্থীদের বেশিরভাগই মুসলমান তাই তাদের নামাযের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অস্থায়ী মসজিদও নির্মাণ করা হচ্ছে।

জাকির বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। মানবতার দিশারী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ। নেত্রীর নির্দেশ পালনে ছাত্রলীগ সব সময় প্রস্তুত। রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না যাওয়া পর্যন্ত ছাত্রলীগ তাদের পাশে থাকবে বলেও জানান এস এম জাকির হোসাইন।

এ সময় ছাত্রলীগের সাধারন সম্পাদকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *