বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াবে ছাত্রলীগ
আগামীকাল ১৫ আগস্ট দেশের কোথাও বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করতে দেবে না ছাত্রলীগ। যদিও কোথাও ভুয়া জন্মদিন পালনের নামে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্যের ম্লান করার চেষ্টা করা হয়—তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে। সোমবার সকালে ছাত্রলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ ঘোষণা দেন।
জাকির হোসাইন বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের যেকোন অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতীতেও এই সংগঠনটি সবার আগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যেকোন সঙ্কট মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াবে ছাত্রলীগ। বন্যা দুর্গত এলাকায় গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্যালাইন, খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করবে।
জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ‘অ্যাকশন’ শুরু হয়েছে জানিয়ে ছাত্রলীগর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, এই ‘অ্যাকশন’ চলতে থাকবে। সোমবার জাতীয় শোক দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন জাকির।
রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মো মোস্তফা জালাল মহিউদ্দিন। শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার সময় কেউ না খেয়ে মরে না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে দেশে মহামারি হয়। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে মানুষ না খেয়ে মারা যায়।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।