Saturday, November 23, 2024
শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ৭ আগস্ট সোমবার দুপুর ২টা থেকে শুরু হয়েছে এবং ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর শনিবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *