Saturday, November 23, 2024
রাজনীতি

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে ছাত্রলীগের স্মারকলিপি ও মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে রাজধানীসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা-উপজেলা ও থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মানববন্ধন শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও প্রদান করে। রবিবার দুপুর ১২টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুররহমান সোহাগ এবং সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ উপস্থিত ছিলেনবাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান শরিফ, সোহান খান, যুগ্ন সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরসভাপতি আবিদ আল হাসান , সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিউদ্দীন আহমেদ ।

স্মারকলিপিতে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ছাত্রলীগ বলেছে, ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসি হয়ে যাওয়ার ৭ বছর পরও অন্যদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোইছাত্রলীগ হতাশ ও চিন্তিত। তাই আমাদের বিশ্বাস জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতেঅনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়।’
এর আগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা-উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচী পালন করাহয়। শাহাবাগ থেকে হাইর্কোট পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিনের কেক কাটার চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগেন সসাধারণ সম্পাদকএস এম জাকির হোসাইন। তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনকের মৃত্যুর দিন উল্লাস করতেই খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকরের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগ নেতা জাকির এ কথাবলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করবেন না। কেক কাটবেন না। জন্মদিন পালনের কোনো চেষ্টা করলেছাত্রলীগ তা প্রতিহত করবে।’
জাকির হোসাইন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জড়িত বিদেশে পলাতক আত্মস্বীকৃত খুনিদের দেশেফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে।

মানববন্ধন এ উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, মশিউর রহমান শরিফ, সোহান খান, হাবিবুর রহমান সুমন, মো: আল আমিন, মোঃ মনির হোসেন, রাজিব আহমেদ রাসেল, সাকিব হাসান সুইম, যুগ্ন সাধারণসম্পাদক মাহামুদুল হাসান, নওশেদ উদ্দিন সুজন। সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, প্রচার সম্পাদক ম. সাইফ উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, পাঠাগার সম্পাদকইলিয়াস উদ্দিন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস, উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃআবু মুসা আব্দুল্লাহ, ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা সম্পাদক ইয়াজ আল রিয়াদ , উপ-কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রুবেল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান , সাধারন সম্পাদকমোতাহার হোসেন প্রিন্স। ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান এবং সাধারন সম্পাদক মহিউদ্দীন আহমেদ সহ প্রমুখ এই মানববন্ধনে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *