Saturday, November 23, 2024
আন্তর্জাতিক

গুজরাট বন্যায় একই পরিবারের ১৮ জনের মরদেহ উদ্ধার

বন্যার ভয়াবহতা ক্রমেই আতঙ্কের পরিবেশ তৈরি করে চলেছে ভারতের গুজরাটে। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের খারিয়া গ্রামের একটি নদীর পাড় থেকে একই পরিবারের ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে।মরদেহগুলো পর পর এমনভাবে পড়েছিল যা দেখে অনুমান করা সম্ভব যে পানির তোড়ে এই দেহগুলো ভেসে এসেছে। বুধবার গুজরাটজুড়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ এ।

রাজ্যের বন্যা কবলিত অংশগুলোতে ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে একযোগে। মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।ডিজাস্টার রেসপন্স ফোর্সও (এনডিআরএফ) বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)দল একযোগে কাজ করে চলেছে। উদ্ধার কাজে নামানো হয়েছে বিমান বাহিনীর ১০টি হেলিকপ্টার।রাজ্যের সবচে’ক্ষতিগ্রস্ত জেলার হচ্ছে বনসকণ্ঠে। এদিকে গুজরাটের ধাওরি বাঁধ থেকে ১ দশমিক ২৪ কিউসেক পানি ছাড়ায় প্লাবিত হয়েছে ধোকলা গ্রাম। সেখানের বন্যা পরিস্থিতি ভয়ানক রূপ নিয়েছে।সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০টি গ্রামের ৩ হাজার ৮৫৮ জন মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। ৫০০ জন চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মোতায়েন করা হয়েছে গুজরাটের বিভিন্ন এলাকায়।এরইমধ্যে রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *