Saturday, November 23, 2024
খেলাধুলা

আমলাদের সঙ্গে খেলার স্বপ্নে বিভোর মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে দেশ ছাড়ছেন উঠতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিক থাকলে এতক্ষণ তার ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশে উড়াল দিয়ে দেয়ার কথা। টি-টোয়েন্টি ঘরানার ফ্রাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে তিনি খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। এ দলে রয়েছেন হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ব্রেন্ডন ম্যাককালাম ও সুনিল নারাইনের মতো খেলোয়াড়। তাদের সঙ্গে খেলার স্বপ্নে বিভোর ১৯ বছরের অলরাউন্ডার।ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রথমবারের মতো এ তারকা ও এমন লিগে খেলার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত মিরাজ। তিনি বলেন, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে। ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারাটা আমার জন্য বিশাল সুযোগ। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সেখানে খেলেছি। তবে এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।

ত্রিনবাগো নাইট রাইডার্স এবার দলে ভিড়িয়েছে বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটার হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ব্রেন্ডন ম্যাককালাম ও সুনিল নারাইনকে। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পারাটা হবে অন্যরকম। মিরাজ বলেন, তারা উঁচুমানের ক্রিকেটার। তাদের সঙ্গে খেলতে পারাটা সত্যিই রোমাঞ্চকর হবে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যা পরবর্তীতে আমার ক্যারিয়ারে প্রয়োগ করতে পারবো। সেখানে সর্বোচ্চটাই দিতে চেষ্টা করবো।ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম ম্যাচ রয়েছে ৪ আগস্ট। এতে সেন্ট লুসিয়ার বিপক্ষে লড়বে মিরাজের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *