Saturday, November 23, 2024
খেলাধুলা

আগামী ৪ আগস্ট মাশরাফি-মুশফিকদের চট্টগ্রাম ক্যাম্প

মিরপুরে গত ১০ জুলাই থেকে চলছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। পাশাপাশি মাঠের অনুশীলনটাও করছেন তারা। এখানকার অনুশীলন শেষে আগামী ৪ আগস্ট থেকে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করবে মাশরাফি-মুশফিকরা। অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামেও। তাই এখানকার পরিবেশে মানিয়ে ঘরের মাঠের পূর্ণ সুবিধা নিতেই বন্দর নগরীতে ক্যাম্প করছে টাইগারশিবির।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট ওয়াল্টন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। সেখানে চিটাগাং মাস্টার্সের হয়ে খেলতে আসেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেখানেই এ তথ্য সাংবাদিকদের জানান আকরাম খান।

তবে চট্টগ্রামে টাইগাররা মূলত ম্যাচ অনুশীলন করবে বলে জানান আকরাম, ‘অনুশীলনতো সব সময় পরিপূর্ণ করার চেষ্টা করা হয়। এমনিতে জাতীয় দলের খেলোয়াড়রা ক্রিকেটের সঙ্গেই আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিছুটা বিরতি ছিল। কন্ডিশনিং ক্যাম্প শুরু করার পর এখন ব্যাটিং-বোলিং শুরু করেছে। চিটাগাংয়ে তারা ম্যাচ দিয়ে অনুশীলন শুরু করবে।’

প্রায় ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। অসিদের বিপক্ষে দারুণ সিরিয়াস টাইগাররা। ঘরের মাঠে জয়ই লক্ষ্য মুশফিকদের। তাই ঘরের মাঠের সর্বোচ্চ সুবিধা নিতে আগে ভাগেই চট্টগ্রামে চলে আসছে তারা। উদ্দেশ্য চট্টলার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া।

‘যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে একটা টেস্ট খেলবো, তাই সেখানে ক্যাম্প করলে আমরা আরও অভ্যস্ত হবো। ঘরের সুবিধাতো নিতেই হবে। সে জিনিসটা আমাদের মাথায় আছে। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, উইকেটের সাথে মানিয়ে নেওয়া ও কন্ডিশনের সঙ্গে যতো তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায়।’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। বেতন ভাতা ও চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে চাকুরী হারিয়েছেন ক্রিকেটাররা। তবে আকরাম আশা করছেন শেষ পর্যন্ত এ সিরিজ অনুষ্ঠিত হবে। আর দল হিসেবে তিন বিভাগে ভালো করতে পারলে ভালো কিছুই করবে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *