শিগগিরই গুলশানে হামলা মামলার চার্জশিট
খুব শিগগিরই পুলিশ গুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিট দেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পলাতক আরও যেসব আসামি আছে তাদেরও ধরতে সক্ষম হবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নাটোরে গ্রেপ্তার হওয়া জঙ্গি রাশেদ ওরফে আবু জাররার গুলশান হামলার মাস্টারমাইন্ডদের অন্যতম ছিল। হামলার সময়েও সে নেতৃত্ব দিয়েছিল বলে জানান তিনি।
প্রসঙ্গত, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার মহিবুল হাসান খান গণমাধ্যমকে জানান, জঙ্গি রাশেদ ওরফে আবু জাররাকে ভোরে নাটোরের সিংড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।