ধুনটে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চু, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুল রহমান স্বপন, যুবদল নেতা খাইরুল ইসলাম বিপ্লব এবং অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, ফজলে আনোয়ার, নুরুল ইসলাম, সাজিয়া আফরিন ও শাহ আলম।