শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ

ট্যাংকলরির কর্মসূচি প্রত্যাহার: খুলনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু, যাচ্ছে ১৬ জেলায়

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও জামিনের দাবিতে ডাকা সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে খুলনার সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল যাওয়া শুরু হয়েছে।

সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ সকালেই খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু করছেন। আশা করি খুব শিগগির পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’

এর আগে, ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন। এতে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরসহ (রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তেল-সংকট দেখা দেয় অনেক পাম্পে। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রলপাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রলপাম্প মালিক সমিতি।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

কপিঃ আজকের পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *