বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
জাতীয়

বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘অবৈধভাবে’ চাকরিচ্যুত সব পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নেন তারা।

পুলিশ সদর দফতরের সামনে ফুটপাতে দাঁড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনরতরা বলেন, আমরা কোনও বৈষম্যের শিকার হতে চাই না। চাকরি ফিরে পেতে আর কালক্ষেপণ চাই না। নির্বাহী আদেশে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, ‘আমরা ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। ছয় মাসেও সেটি বাস্তবায়ন হয়নি।’

এদিকে পুলিশ সদর দফতরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দফতরের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদের বলেছি আলোচনায় বসার জন্য, কিন্তু তারা যেতে চাচ্ছেন না।’

 

কপিঃ বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *