মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ধুনটে আ’লীগের প্রতিবাদ সমাবেশ
বগুড়ার ধুনটে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাসহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ধুনট বাস ষ্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ধুনট মুজিব চত্বরে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও মুজিব চত্বর এবং তার আশেপাশের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
পরবর্তীতে বৃহস্পতিবার বিকালে ১৪৪ ধারা জারির সীমা নির্ধারনের বাহিরে বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বগুড়া সরকারি আজিজুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত ই খোদা জুয়েল, রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, ভান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নিমগাছী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাষ্টার, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলফে বাদশাহ, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, গোপাল নগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও বর্তমান সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।