ফিলিপাইনে আয়রনম্যান সিলভার এওয়ার্ড পেলেন বাংলাদেশী ট্রায়াথলেট মিশু বিশ্বাস
ফিলিপাইনে আয়রনম্যান সিলভার এওয়ার্ড পুরষ্কার গ্রহণ করলেন বাংলাদেশী ট্রায়াথলেট মিশু বিশ্বাস ।
২০২৩ সালে অনুষ্টিত আয়রনম্যান ব্রাজিল, আয়রনম্যান মালেশিয়া ও আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের জন্য আয়রনম্যান সিলভার অ্যাথলেট এওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী ট্রায়াথলেট মিশু বিশ্বাস। একই সাথে তিনি বাংলাদেশের ২য় সেরা ট্রায়াথলেট হওয়ার গৌরব অর্জন করেন । গত জানুয়ারী মাসে আয়রনম্যান কতৃপক্ষ মিশু বিশ্বাস কে মেইল করে এওয়ার্ড এর ঘোষণা টি জানিয়ে দেয়।
প্রতিবছরের শুরুতে বিশ্বের সকল আয়রনম্যান অ্যাথলেটদের মধ্য থেকে বিগত বছর অনুষ্ঠিত রেসসমূহ থেকে পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রথম ২ শতাংশকে গোল্ড, এরপরের ৫ শতাংশকে সিলভার ও এরপরের ১০ শতাংশকে ব্রোঞ্জ এওয়ার্ড দেয়া হয়। প্রতি বছর জানুযারী মাসে এই পুরস্কারের ঘোষণা বিজয়ী এ্যাথলেটদেরকে তাদের মেইলে জানিয়ে দেয়া হয়। পরবর্তী রেইস এ এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
গত ৯ জুন আয়রনম্যান ফিলিপিন এ অংশগ্রহণ করেন মিশু বিশ্বাস। এই রেসে এ আয়রনম্যান কতৃপক্ষ মিশু বিশ্বাসকে আয়রম্যান সিলভার এওয়ার্ডটি হাতে তুলে দেয় । তিনি আগামীতে দেশের জন্য আয়রম্যান গোল্ড এওয়ার্ড পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।