পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কমিটিতে ক্রীড়া সম্পাদক ট্রায়াথলেট মিশু বিশ্বাস
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর নতুন কমিটিতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ট্রায়াথলেট মিশু বিশ্বাস।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ কমিটি গঠন করেন।
আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশীপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা , বাংলাদেশ ট্রায়াথলন এর অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক ক্লাব ও সাইক্লিং ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দেশসেরা ট্রায়াথলেট মিশু বিশ্বাস কে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয় । তিনি গত কমিটিতে সহ ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ট্রায়াথলন এ তার অসাধারণ সাফল্যের জন্য তিনি এ বছর রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হন। গত ২৭ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী এ পদকে ভূষিত করেন।
গত সোমবার (২৫ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল রবিবার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই কমিটি গঠন করা হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের উপস্থিতিতে ২ মার্চ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম পুনর্নির্বাচিত এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।