Saturday, November 23, 2024
রাজনীতি

বগুড়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বিকালে বগুড়া শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা এস এম কামাল হোসেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে পরিচিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু , বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক’সহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সূচনা বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেন, আওয়ামী লীগ এদেশের গণ-মানুষের সংগঠন। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের কোন আচরণে, কোন কর্মকাণ্ডে কেউ যেন কখনো কষ্ট না পায়। আওয়ামী লীগের উপর মানুষের আস্থা আছে, আমাদের সেই আস্থা ধরে রেখে গণ-মানুষের জন্য কাজ করতে হবে।

মাদক সন্ত্রাসমুক্ত বগুড়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মজিবুর রহমান মজনু তৃনমূলের মানুষের কাছে জন-নেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা পৌছে দিতে সকলকে আহবান জানান।

বগুড়া আওয়ামী লীগ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম পাঠ করে সকলকে পরিচয় করিয়ে দেন।

সভার সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমরা অহংকার করে বলতে পারি, আমাদের একজন শেখ হাসিনা আছেন। যার সুদক্ষ নেতৃত্ব বাংলাদেশ আজ সারাবিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে।আমার অহংকার হয়, আমরা সেই দল করি, যে দলের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে পাকিস্তানের শোষণ নিপীড়ন থেকে এদেশ স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিজয়ের মাসে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, শেখ মুজিব আমাদের আদর্শের পিতা, তিনি বাংলাদেশের মহান স্থপতি।

এসময় এস এম কামাল হোসেন দলের দুর্দিনের কর্মীদের দলে পদ দিতে, যথাযথ মূল্যায়ন করতে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য,গত ২৯ নভেম্বর ২০২০ তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বগুড়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *